কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে মুন্সিপুর গ্রামের রকেয়া খাতুন পাঁখি ১৫ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছে। পুলিশসুত্রে জানাগেছে, আজ বুধবার (১৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের আইসি এসআই আতিকুর রহমান জুয়েলের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালায় কানাইডাঙ্গার রকিবুল ইসলামের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর। এসময় পাঁখির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে ফাঁড়ি পুলিশ সদস্যরা। রোকেয়া খাতুন পাঁখি কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মৃত নসকর আলীর স্ত্রী। এবিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবারোধী অভিযান চালিয়ে মুন্সিপুর গ্রামের মাদক ব্যবসায়ী পাঁখিকে কানাইডাঙ্গা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।