স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে ভালাইপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে গতকালই তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের যাত্রী ছাউনি দখল করে দোকান ঘর নির্মাণ করেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা পরিষদের প্রধান সহকারী ইসরাইল হোসেন। গতকালই তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
প্রসঙ্গত: এই নরূজ্জামান নান্টুর বিরুদ্ধে এক সময় কয়েক ডজন মামলা ছিলো। বহুল আলোচিত কাজি আরেফ হত্য মালায় বিচার হয় তার।