আজ ১৬ রমজান। শেষ হয়ে গেলো অর্ধেক রোজা। মাহে রমজান দোয়া কবুলের মাস। এ মাসে বেশি বেশি দোয়া করা দরকার যাতে আল্লাহ তায়ালা মেহেরবাণী করেন আমাদের সমস্ত গোনাহ মাফ করে দেন এবং ভয়াবহ করোনা সংকটে গ্রেফতার বিশ্বের কোটি কোটি বনী আদমকে মুক্তি দান করেন। রমজান মাসে সব সময়ই দোয়া কবুল হয়, তবে দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময় ইফতারির ঠিক আগ মুহূর্ত। এক হাদিসে এসেছে ইফতারের সময় রোজাদারের দোয়া ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। কিন্তু ইফতারের সময় তাড়াহুড়ো করে আমরা খোদ ইফতারের দোয়াও ভুলে যায়। এজন্য মনে রাখতে হবে ইফতারের পূর্ব মুহূর্তের খাছ সময়টুকু যাতে আমাদের হাত ছাড়া না হয়। এ সময় দোয়া-কান্না কাটির মাধ্যমে অতিবাহিত করা চাই। ইফতারের প্রসিদ্ধ দোয়া হল, আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আ’লা রিযকিকা আফতারতু। অর্থাৎ হে আল্লাহ আমি আপনার জন্যই রোযা রেখেছি, আপনার প্রতিই ঈমান এনেছি, আপনার উপরই ভরসা করেছি এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করছি। ইফতারির শেষে আমরা এই দোআ পড়তে পারি, যাহাবাযযামায়ু ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লহ, অর্থ: তৃষ্ণা মিটে গেছে। শিরাগুলো সিক্ত হয়েছে। ইনশাআল্লহ প্রতিদান পাওয়া যাবে (আবু দাউদ:২৩৫৪)। হাদিসে আর একটি ব্যাপক অর্থবোধক দোয়ার কথা এসেছে। তা হলো, আল্লাহুম্মআ ইন্নী আছআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াছিয়াত কুল্লা শাইইন আন তাগফিরলী, অর্থ-হে আল্লাহ! আমি তোমার ওই রহমতের ওছিলা দিয়ে তোমার নিকট প্রার্থনা করছি যা সকল বস্তুকে বেষ্টন করে আছে। তুমি আমার গোনাহ মাফ করে দাও। এক হাদিসে প্রিয় নবী এরশাদ করেন, রমজানের প্রতি দিবারাতে মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল করা হয় (তারগীব)। দোয়া অর্থ চাওয়া। আমরা আমাদের নিজের ভাষা বাংলাতেই আমাদের মালিক মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে যে কোনো ভালো জিনিস চাইতে পারি। তবে যদি কারও আরবি দোয়া মুখস্ত থাকে এবং তার অর্থ জানা থাকে তাহলে তো সোনাই সোহাগা। বিশেষ করে দুরারোগ্য করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বর্তমান সময়ে আমরা হাদিসে বর্ণিত এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনূনী ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যেইল আসক্ব-মী (আবু দাউদ:১৫৫৪)। অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে। এছাড়া রমজানে এই দোয়া আমরা বেশি বেশি করতে পারি; লা ইলাহা ইল্লাল্লহ, আসতাগফিরুল্লহ, নাসআলুকাল জান্নাতা ওয়া না’উযুবিকা মিনান্নার। অর্থাৎ, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই। হে আল্লাহ, আপনার কাছে আমরা মাগফেরাত ও জান্নাত চাচ্ছি এবং জাহান্নামের আগুন থেকে ক্ষমা প্রার্থনা করছি। (লেখক: অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়)