৬ মাসের সাজাপ্রাপ্ত সাড়ে তিন বছর পর গ্রেফতার

জীবননগর বু্যুরো: চুয়াডাঙ্গা আদালত হতে জিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত মো. শাহিনকে (২৮) সাড়ে তিন বছর পর গ্রেফতার করেছে পুলিশ। আদালত হতে ২০২০ সালে রায় ঘোষণার পর গ্রেফতার এড়াতে শাহিন আত্মগোপনে চলে যায়। সোমবার রাতে সে পরিবারের লোকজনের সাথে দেখা করতে শহরের লক্ষ্মীপুরে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।
শহরের ফকিরপাড়ার মিজানুর রহমান ওরফে মিজার ছেলে মিজানুর। তার বিরুদ্ধে আদালতে একটি জিআর মামলা ছিলো। ওই মামলায় আদালত শাহিনকে ৬ মাসের কারাদ-াদেশ প্রদান করে। এ রায় ঘোষণার পর গ্রেফতার এড়াতে শাহিন পালিয়ে যায়। গত সাড়ে ৩ বছর ধরে সে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। সোমবার রাতে সে শহরের লক্ষ্মীপুরে এলে গোপন সংবাদ পায় পুলিশ। রাত ১১টার দিকে এসআই শামিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিজানুরতে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান মিজানুর রহমানের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।