স্টাফ রিপোর্টার: চুয়ডাঙ্গার শহীদ ও খাইরুল ইসলাম নামের দু জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ লিটার বাংলা মদসহ আটক করে। পরে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসি-২ এর অভিযানিক দল গোপন সঙবাতের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৯টার দিকে ৫০ লিটার বাংলামদ নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে র্যাব। আটকৃকৃত দুজন হলেন, চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার রায়হান আলী সাপুড়ের ছেলে খাইরুল ইসলাম (৩০) ও মসজিদপাড়ার মৃত মানাত আলীর ছেলে শাহীদ আলী (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারার মামলাসহ দুজনকেই চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।