মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে যৌথবাহিনীর অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ও জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা ট্রাফিকের ইন্সপেক্টর ইসমাইল হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার ফিরোজ হোসেনের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসানসহ সেনাবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন সময়ে হেলমেট এবং গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৩২টি মামলা করা হয়।