স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। চুয়াডাঙ্গা সার্কিট হাউজ সংলগ্ন মাঠে এ সম্মেলনের আয়োজন করা হবে। ইতিমধ্যে সম্মেলন স্থানে মঞ্চ তৈরির কাজ চলছে। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো ২০১৮ সালে ১৩ জুলাই। অর্থাৎ আগামীকাল ১৩ জুলাই ৫ বছর পূর্ণ হবে। ২০১৮ সালে অনুষ্ঠিত সম্মেলনে ওবায়দুর রহমান চৌধুরী জিপু আহ্বায়ক, মতিয়ার রহমান মতি ও শরিফুল ইসলাম রিফাতকে যুগ্মআহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল আল মামুন সম্মেলনের মাঠ পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতি বাড়াতে বিভিন্ন জেলায় সম্মেলন শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। এর মধ্যদিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, সংগঠনকে শক্তিশালী করতে পুরোপুরি মনোযোগ দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে সারাদেশে একযোগে সংগঠনের মেয়াদোত্তীর্ণ ২২টি সাংগঠনিক জেলা ইউনিটের সম্মেলন শুরু হয়েছে। গত ২০ জুন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ২২টি জেলা ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে ২০টি জেলা ও দুটি মহানগর শাখার সম্মেলন।
এ বিষয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে সারা দেশে স্বেচ্ছাসেবক লীগকে সুশৃঙ্খল করতে সম্মেলনের মধ্যমে সাজানোর চেষ্টা করছি। সংগঠনের গতি আরও জোরদার করতে একযোগে মেয়াদোত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলন চলমান রয়েছে। সম্মেলনের মাধ্যমে আসা নেতৃত্বরা জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন।’
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘চলতি জুলাই মাসে সম্মেলনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ জেলা ইউনিটগুলোর কমিটি গঠনের কাজ চলছে। এর আগে আমরা সদস্য সংগ্রহ এবং অধিকাংশ ওয়ার্ড, ইউনিয়ন ও থানার কমিটি গঠন করেছি।’ তিনি বলেন, ‘নতুন-পুরাতনের সমন্বয় করে ত্যাগী ও রাজপথের দুঃসময়ের কর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি করা হবে। নতুনদের ক্ষেত্রে ছাত্রলীগের সাবেকদের দিয়ে সাজানো হবে, যারা জাতীয় নির্বাচনে নিজেদের দক্ষতার মাধ্যমে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ভূমিকা রাখবেন।’
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। এছাড়াও সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কেএম আফজাুর রহমান বাবু। বিশেষ বক্তা থাকবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিল আহমেদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু। অনুষ্ঠান পরিচালনা করবেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান মতি।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সম্মেলন প্রস্তুতি মাঠ পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, যুগ্মআহবায়ক মতিয়ার রহমান মতি, সদস্য আবুল হোসেন মিলন, আতিউর রহমান বিপ্লব, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাফিজ, ইমরান আহমেদ বিপ্লব, আবু তাহের, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, ১নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সাবেক সদস্য ইমদাদুল হক সজল।