দর্শনা অফিস: ভাগ্যের চাকা ঘোরাতে সৌদিআরবে পাড়ি জমান দর্শনা পৌর শহরের আজমপুরের হানিফ মোল্লা। টানা ২০ বছর সৌদিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। দর্শনা আজমপুরের মোবারক মোল্লার ছেলে হারুন অর রশিদ হানিফ মোল্লা (৫০) ২০০০ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি সৌদি আরবের রিয়াদে একটি মালিকানা কোম্পানিতে চাকরি করতেন। গত শুক্রবার সৌদি সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত ভর্তি করা হয় রিয়াদের কিং সাউথ মেডিকেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টার দিকে মারা যান হানিফ। চিকিৎসকদের ভাষ্যমতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হানিফ মোল্লা। দুই সন্তানের জনক হানিফ মোল্লার মৃত্যুর খবর নিজ এলাকায় পৌঁছুলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে বাতাস। শেষ খবর পাওয়া পর্যন্ত হানিফ মোল্লার লাশ কিং সাউথ মেডিকেল হাসপাতাল মর্গে রক্ষিত আছে। লাশ গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে হানিফের পরিবারের সদস্যরা। লাশ গ্রহণের পর আইনি জটিলতা কাটিয়ে তোলা সম্ভব হলে দেশে আনার ব্যবস্থা করা হতে পারে। অন্যথায় সৌদি আরবেই দাফন সম্পন্ন করা হবে বলে জানান হানিফের পরিবারের সদস্যরা। তবে কবে নাগাদ আইনি প্রক্রিয়া শেষে লাশ গ্রহণ সম্ভব হবে তা অনিশ্চিত বলেও জানা গেছে।