সোনালী ব্যাংকার ও রাকাবের সাবেক মহাব্যবস্থাপক জীবননগর মিনাজপুরের আবুল হোসেন মারা গেছেন

জীবননগর ব্যুরো: সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক জীবননগর উপজেলার কৃতি সন্তান ও দেশের শীর্ষ ব্যাংকার আবুল হোসেন (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার পর ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান। গতকাল সন্ধ্যায় জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়। তার এ মৃত্যুতে ব্যাংকিং সেক্টর একজন প্রতিথযশা ব্যাংকারকে হারালো। ব্যাংকার আবুল হোসেনের মৃত্যুতে বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন।

জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত ইয়াসিন ম-লের বড় ছেলে আবু হোসেন পাকিস্তান ব্যাংকার সার্ভিসে অফিসার পদে যোগদান করেন। ১৯৭০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি সোনালী ব্যাংক জীবননগর শাখায় কর্মরত ছিলেন। পরবর্তীতে যশোর, নড়াইল, খুলনা ও ঢাকাতে চাকরি করেন। সর্বশেষ পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক হন এবং ২০০০ সালে অবসর গ্রহণ করেন। সরকার পরবর্তীতে তাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের মাহব্যবস্থাপক হিসেবে নিয়োগ দান করেন। অবসরের পর তিনি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে খালেকুজ্জামান সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের এভিপি পদে কর্মরত। ছোট ছেলে ব্যবসায়ী এবং একমাত্র মেয়ে ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে। তার এ মৃত্যুকে সোনালী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে এবং এলাকার বিশিষ্টজনেরা গভীর শোকপ্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

 

Comments (0)
Add Comment