স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু সদনের শিশুরা হেসে খেলে উন্নতমানের খাবার খেয়ে এবং কেক কেটে চমৎকার দিন কাটিয়েছেন গতকাল। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত পুলিশ শিশু পার্কে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে অংশ নিয়ে স্বস্তির শ^াস ছেড়ে শিশু সদনে ফেরে তারা।
সংক্ষিপ্ত আলোচনা পর্বে আয়োজনের প্রধান অতিথি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নারী কল্যাণ সমিতি নারীদের নিয়েই বেশি কাজ করে। চুয়াডাঙ্গা শিশু সদনে এতিম তথা সুবিধাবঞ্চিত নারীদেরই আবাসিক শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। নারী কল্যাণ সমিতি যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। এদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন। শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য শিশুদের স্নেহ, আদর, ভালোবাসা দেয়া খুউবই দরকার।
পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্বগ্রহণের পর কয়েক দফা এই শিশুদের খুব কাছাকাছি হয়েছি। ওদের আবদার মেটাতে ব্যাডমিন্টন খেলার র্যাকেড, ফেদারসহ বেশ কিছু উপকরণ দিয়েছি। ক্রিকেট সেটের আবদার রয়েছে। অচীরেই তা দেয়া হবে।
পুলিশ সুপার শিশুদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু বিনোদন নয় লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যে সুযোগ পেয়েছো তা যথাযথভাবে কাজে লাগিয়ে মানুষের মতো মানুষ হতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে বহু বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনজদের কাছে না পেয়ে শিশু সনদে রয়েছো এবং লেখাপড়া করছো ভেবে একাকিত্ব ভাববে না। আমি এবং আমরা সবসময় তোমাদের পাশে অভিভাবক হিসেবে রয়েছি থাকবো। মাঝে মাঝেই আমি তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাবো, যেকোনো প্রয়োজনে জানালে আমি অবশ্যই তা পূরণ করবো। সমস্যা হলেও দ্রুত জানাতে হবে। ব্যবস্থা নেবো। কোনোভাবেই তোমরা ভাববে না, তোমরা একা। তোমাদের পাশে জেলা পুলিশ রয়েছে। থাকবে।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত এতিম শিশুদের নিয়ে একদিনের বিনোদন শীর্ষক আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি শিশু সদনের ৬০ জনের বেশি শিশুসহ শিক্ষকদের অনেকেই উপস্থিত ছিলেন।