স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা কমিটির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ মজনুর রহমানকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট্য জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন। দলীয় পতাকা উত্তোলন করেন সিপিবি জেলা কমিটির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. শহিদুল ইসলাম।
পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী আলোচনায় সিপিবির সদস্য কাজল মাহমুদের পরিচালনায় বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতী লেখক সংঘ, ওয়ার্কার্সপার্টি, জাতীয় গণফ্রন্ট, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা সভায় সিপিবি জেলা কমিটির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন।
পরে বিকেলে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলার ১১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ মজনুর রহমান সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. শহিদুল ইসলাম, লুৎফর রহমান, কাজল মাহমুদ, খন্দকার নুরুল ইসলাম এবং আব্দুস সাত্তারকে নির্বাচিত করা হয়।