সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে

দামুড়হুদার কুতুবপুরে-বয়রা সড়কের কাজের উদ্বোধনকালে এমপি টগর

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের রাস্তার কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি মো. আলী আজগার টগর। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের কাটাবাগানপাড়ায় নজরুল হাউজ-বয়রা সড়কের ৭৮ লাখ ৩৫ হাজার ৫৩৩ টাকার রাস্তার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি উপস্থিত জনসাধারণকে বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। বিশেষ করে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। বর্তমানে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ২২ বছরের শাসনামলে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। আমার নির্বাচনী এলাকায় এমন কোনো রাস্তা নেই যা পাঁকাকরণ হয়নি। প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসায় নতুন ভবন তৈরি হয়েছে। কৃষি উৎপাদনে অতীতের সকল রেকর্ড ভেঙেছে। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাউলী ইউপির সাবেক চেয়ারম্যান হাজি মো. শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম বিশ্বাস, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, শহিদ বিশ্বাস, শিক্ষক আশরাফ আলী, আয়ুব মোল্লা, মনিরুজ্জামান মেম্বার, মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ।

Comments (0)
Add Comment