স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর ছাড়াও চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারাদেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি নির্মূলের অঙ্গীকারের পাশাপাশি সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সকালে ধানম-িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকাল ৭টা থেকে ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে মুজিবনগর দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
চুয়াডাঙ্গায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু রাশেদ। সঞ্চালনায় ছিলেন আরডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধুর ডাকে ১০ এপ্রিল সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল শপথ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা করেছে। পাকিস্থানপন্থীদের নীল নকশায় জেলহত্যা হয়েছিলো। ১০ এপ্রিল ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানো দরকার। এ অনুষ্ঠানটি চুয়াডাঙ্গায় হতে পারতো। চুয়াডাঙ্গা স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে পারি।
পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তেতুল শেখ কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মারফুল হক, প্রভাষক গোলাম কিবরিয়া, শিক্ষক শাহারিয়ার আরিফুজ্জামান, সাজেদুর রহমান, অনন্নাজ ফাতেমা, শারমীন জাহান, মাকসুদা খাতুন, খাইরুল ইসলাম, আবুজার, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, রেজাউল করিম, আবুশামা, তাছলিমা পারভীন, আরিফ হোসেন, সরুজ আলম, হারুন আর রশিদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, সাইফুল ইসলাম, জহুর রায়হান, এনামুল হক, অফিস সহকারী কাম হিসাব সহকারী সাইদুর রহমান, রাজিবুল ইসলাম, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, রাকিব হোসাইন, আশরাফুল আলম, তরিকুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনার প্রথমে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল আলীম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটস, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান ওল্টু, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, মকলেছুর রহমান শিলন, আলহাজ শেখ আশাদুল হক মিকা, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আনোয়ারুজ্জামান, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, মৎস সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, উপসহকারী মেডিকেল অফিসার মুনজুরুল হক বেলু, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী আবু তৈয়ব, পিও ইউডিসি হিরোজ কবীর প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএস রফিকুল ইসলাম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, পৌরসভা মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুন্নবী। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আননে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। পরে এই বৈদ্যনাথ তলাকেই মুজিবনগর হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও বক্তারা মুজিবনগর দিবসের নানা দিক তুলে ধরেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপজেলা প্রকৌশলী তাওহীদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলম, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমুখ মুজিবনগর দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
জীবননগর পৌরবাসীর সম্মানে মেয়রের ইফতার মাহফিল
জীবননগর ব্যুরো: জীবননগর পৌরবাসীর সম্মানে মেয়র রফিকুল ইসলাম গতকাল সোমবার ইফতার মাহফিলের আয়োজন করেন। পৌর হলরুমে এ ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল, পৌর সচিব জায়েদ হোসেন, পৌর প্যানেল মেয়র শহিদুল ইসলাম, কাউন্সিলর সোয়েব আহাম্মদ অঞ্জন, কাউন্সিলর আপিল মাহমুদ, কাউন্সিলর খোকন মিয়া, কাউন্সিলর মতিয়ার রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।