সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো চলবে না

কালীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেত্রী মুর্শিদাজামান

কালীগঞ্জ প্রতিনিধি: সংস্কারের অজুহাত দিয়ে মানুষের ভোটাধিকারকে বিলম্বিত করবেন না। অর্ন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে করে বলছি ডিসেম্বরের মধ্যেই আপনাদেরকে নির্বাচন দিতে হবে। আপনাদের নেতা এম শহিদুজ্জামান বেল্টু গত বছরও আপনাদের সাথে ইফতার মাহফিলে অংশ নিয়েছেলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তার আদর্শকে ধরে রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগকে নিয়ে বিএনপির রাজনীতি যারা করছেন তারাও সাবধান হয়ে যান। অচীরেই আপনাদের মুখোশও উন্মোচিত করা হবে-প্রধান অতিথি হিসেবে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রয়াত সাংসদ আলহাজ এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী এবং জেলা বিএনপির উপদেষ্টা ম-লীর সদস্য মিসেস মুর্শিদাজামান বেল্টু এসব কথা বলেন। কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন-বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং প্রয়াত সংসদ সদস্য আলহাজ এম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোক্তার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন, আশরাফ হোসেন স্বপন, থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, থানা বিএনপির সদস্য মিলন বিশ্বাস, পৌর বিএনপি নেতা আকরাম হোসেন, যুব নেতা গোলাম মর্তুজা জিকে প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল আহমেদ। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা এবং অত্র ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মরহুম সাংসদ এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।