স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলমাঠে এ পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি ও চুয়াডাঙ্গা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া শিহাব। চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীবুল আলম লালু। অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করেন এবং পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে চাঙ্গা করতে হলে নিজেরা চাঙ্গা হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে যেমন সার্বক্ষণিকভাবে সংগঠনকে গতিশীল করতে নেতা-কর্মীদের পাশে থাকেন। তেমনি চুয়াডাঙ্গা আওয়ামী রাজনীতিকে আরো গতিশীল করতে হলে প্রধানমন্ত্রীর কার্যক্রমকে অনুস্বরণ করতে হবে। প্রধানমন্ত্রীর এ গতিশীল কার্যক্রম দেখে একটি দল রাজনৈতিক দেউলিয়ায় পরিণত হয়েছে। তাই সেই দলের নেতাকর্মীরা যে ষড়যন্ত্রই করুক না কেন তার কঠোর মোকাবেলা করতে হবে।
এছাড়া পরিচিতি অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও নির্বাহী সদস্যগণ এবং চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।