স্টাফ রিপোর্টার: অচেতন অবস্থায় পড়েছিলেন একটি আমবাগানে। স্থানীয় ব্যক্তিরা দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। পুলিশ তাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে। ১২ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। রোববার ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় বের করে পুলিশ। তার নাম হকজেল শেখ (৪৫)। তিনি মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ময়ামারি গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের কাছে গতকাল সোমবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
সদর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের নুরু মিয়ার আমবাগান এলাকায় হকজেল অচেতন অবস্থায় পড়েছিলেন। সকালে স্থানীয় ব্যক্তিরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে ফোন দেন। সকাল পৌনে ১০টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু সারাদিন তার জ্ঞান ফেরেনি। রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর রাজবাড়ী সদর থানা পুলিশ তার হাতের ছাপ বের করে পরিচয় শনাক্ত করে। তার বাড়ি মেহেরপুর হওয়ায় সেখানকার থানায় বিষয়টি জানানো হয়। সেখান থেকে যোগাযোগ করা হয় হকজেল শেখের পরিবারের সঙ্গে। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, তার মুখে নেশাজাতীয় বা বিষাক্ত পদার্থের গন্ধ ছিলো। মরদেহ থেকে নমুনা রেখেছেন তারা। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার তিনি বাড়ি থেকে বের হন। অজ্ঞান হয়ে একটি আমবাগানে পড়েছিলেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি আগেও বাড়ি থেকে বের হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।