স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শোকর্যালি ও সমাবেশে করেছে বিএনপি। গতকাল সোমবার সাম্প্রতিক সময়ে চলমান আন্দোলন সংগ্রামে নিহত ৫ জনের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকর্যালি পরবর্তী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, নির্বিচারে হত্যা করে কখনো গণআন্দোলন বন্ধ করা যায় না। জনতার উচ্ছসিত ঢেউ বন্দুকের নলে কোনো স্বৈরশাসকই রুখতে পারেনি। রক্ত মাখা পিচ্ছিল পথ ধরেই আমাদের বিজয় নিশ্চিত হবে। শহীদ নূরে আলম, শহীদ আব্দুর রহিম, শহীদ শাওন প্রধান, শহীদ শহিদুল ইসলাম শাওন ও শহীদ আব্দুল আলীমের রক্ত কখনো বৃথা যেতে পারে না। বক্তারা আরও বলেন, লুটেরা সরকারকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ এখন বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হয়েছে। কারণ, মানুষ এখন নানাভাবে বিপর্যস্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আওয়ামী লীগ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় শোকর্যালি বের হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সাহিত্য পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা বিএনপির সদস্য নুর নবী সামদানী, জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ডাবু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম টিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ।