জীবননগর ব্যুরো: জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালানা বিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে সন্দেহভাজন চোরাকারবারী গয়েশপুরের রাজ রকিকে (৩২) আটক করে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করলেও একপর্যায়ে তার ত্যাগকৃত মলের সাথে দুটি পোটলা বেরিয়ে আসে। বিজিবি রকির ত্যাগকৃত মলের মধ্যে থাকা পোটলা হতে ৬পিস স্বর্ণের বার উদ্ধার করে। আলোচিত এ স্বর্ণের বার উদ্ধারের ঘটনা ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিশেষ ক্যাম্পের সদস্যরা গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে স্বর্ণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন চোরাচালানী গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে রাজ রকিকে আটক করে। আটক করে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্ধ্যা ৬টা ১০মিনিটের সময় রকি মল ত্যাগ করতে চাইলে তাকে মল ত্যাগ করার সুযোগ দেয়া হয়। মলত্যাগকালে সে মলের সাথে স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি পোটলাও ত্যাগ করে। ত্যাগকৃত পোটলা হতে এসময় বিজিবি সদস্যরা ৬টি স্বর্ণের বার উদ্ধার করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম রাতে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।