যুবদলের সদ্য গঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদ্য গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ এপ্রিল বুধবার বিকেলে হাজি মোড়স্থ শহিদুল কাউনাইন টিলু মিয়ার চাতালের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খান স্বাক্ষরিত কমিটি বাতিলের জোর দাবি জানান। এই কমিটিতে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারের স্বাক্ষর না থাকায় আলমডাঙ্গা উপজেলা কমিটি গঠনতন্ত্র মোতাবেক হয়নি দাবি করে বক্তারা আরও বলেন, অযোগ্য ব্যক্তিদের দ্বারা গঠিত এই কমিটি অবিলম্বে বাতিল করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি জন্য জোর দাবি জানাচ্ছি। সমাবেশে বক্তারা বলেন, এই দাবি না মানা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে। এসময় চুয়াডাঙ্গা জেলায় এই তিনজনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শফিকুল আজম ডালিমের সভাপতিত্বে ও রহিদুজ্জামান রহিদের উপস্থাপনায় সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, কালিদাসপুর ইউনিয়নের মানিক, রাসেল, খাদিমপুর ইউনিয়নের আবু কায়েম বাবু, মাহাবুল আকাশ, গাংনী ইউনিয়নের সেলি, আলী কদর, মিন্টু, দেলোয়ার, আবু তাহের, জেহালা ইউনিয়ন আনিসুর রহমান, ডাউকি ইউনিয়নের সাদ্দাম, কুমারী ইউনিয়নের শরিফুল মেম্বার, হারদী ইউনিয়নের সোহাগ, শোয়েব, ভাংবাড়িয়া ইউনিয়নের জাহাঙ্গীর, বেলগাছী ইউনিয়নের মিঠু প্রমুখ।

 

Comments (0)
Add Comment