পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গিরিসনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউনুস আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলী হোসেন। গতকাল রোববার দুপুরে গিরিসনগর বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা আলী হোসেন।
জানা গেছে, গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে খাসপাড়া গ্রামে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে যাচ্ছিলেন। গিরিসনগর বাজারের অদূরে বালুভর্তি ট্রাক্টরকে ওভারটেক করার সময় গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোটরসাইকেল চালক। এতে চালক ও আরোহী ছিটকে পাকা রাস্তার ওপর পড়লে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসারত অবস্থায় বৃদ্ধ ইউনুস আলী মারা যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, বিকেল পৌনে ৫টায় চিকিৎসারত অবস্থায় মারা যান ইউনুস আলী। এছাড়া আহত আলী হোসেন শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। দর্শনা থানার ওসি এএইসএম লুৎফুল কবীর বলেন, বালু ভর্তি ট্রাক্টরকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।