মেহেরপুর সদরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার সদর উপজেলার প্রেসক্লাবের হলরুমে এফসিডও-র অর্থায়নে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় মেহেরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। পিএফজি সমন্বয়কারী মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন্নেসা নয়ন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য নির্বাচিত আহ্বায়ক ও পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দীন, সাবেক কাউন্সিলর রোকসানা কামাল রুনু, বাংলাদেশ কংগ্রেসের মো. আল মাসুম, অ্যাডভোকেট আমানুল্লাহ আমান, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, জাতীয় পার্টির মামলত হোসেন ও পুজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত পাল বাপ্পিসহ অন্যান্য রাজনৈতিক, সাংবাদিক, ধর্মীয় ও সুশিল সমাজের প্রতিনিধি। দি হাঙ্গার প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য এবং পিএফজির গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম। এমআইপিএস প্রকল্পের বিস্তারিত এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়িত কৌশল বিষয়ে উপস্থাপন করেন এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ। এ সময় পিএফজির সমন্বয়কারী ও মাঠ সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান বিভিন্ন রেজ্যুলেশন ও সামষ্টিক কর্মসূচি উপস্থাপন করেন এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা হয়। এ সময় আন্ত:ধর্মীয় সংলাপ, পৌরসভা কেন্দ্রিক পিস ইভেন্ট ও পিএফবিটি প্রশিক্ষণের বিষয়ে কমিটি নির্ধারণ করা হয় যারা আগামীতে পরিকল্পনা মোতাবেক কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করবেন।