মেহেরপুর অফিস: মেহেরপুর ভৈরব নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি বলে পুলিশ জানিয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার কুলবাড়িয়া-নিশ্চিন্তপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদী থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পাড় দিয়ে যাতায়াতের সময় পথচারীরা গন্ধ পান। এসময় নদীর কচুরিপনার উপর ভাসমান একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।