মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে । শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান শোলমারী গ্রামের জামাল উদ্দিনের ছেলে। মেহেরপুর ডিবির এস আই মো: হাবিবুর রহমান জনান, তার নেতৃত্বে এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই মোঃ ইব্রাহিম বিশ্বাস, এএসআই আহসান হাবীব সহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।