গাংনী প্রতিনিধি: কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহানা ইসলাম শান্তনা গ্রেফতার হয়েছেন। গত শনিবার দিনগত রাতে রাজধানীর কল্যাণপুর বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
শাহানা ইসলাম শান্তনা কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য। তিনি গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলামের স্ত্রী। গেল পৌরসভা নির্বাচনের পর থেকে স্বপরিবারে ঢাকার কল্যাণপুরে বসবাস করছিলেন আশরাফুল ইসলাম। শনিবার দিবাগত রাতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযানের সময় আশরাফুল ইসলাম বাসায় ছিলেন না।
এদিকে গতকাল রোববার সকালে শান্তনাকে মিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়। ঢাকার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকালই আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তনার ঘনিষ্ঠ এক স্বজন।