মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়া সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহ নামের এক যুবকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মিঠুনকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর গতকাল শনিবার মিঠুন শাহকে আদালতে নেয়া হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেহেরপুর সদর থানার ওসি সেখ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত পরশু শুক্রবার সদর উপজেলার চাঁদবিল গ্রামের মিঠুর ছেলে মিঠুন শাহ তার ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনায় চাঁদবিলের মানুষজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিঠুন শাহকে আটক করে নিয়ে আসেন। এ ঘটনায় চাঁদপুর গ্রামের একজন বাদী হয়ে মিঠুন শাহ’র নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বিকেলে তাকে আদালতে নেয়া হলে মিঠুন শাহ আদালতে ১৪৪ ধারায় জবানবন্দী দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।