মেহেরপুর অফিস: মেহেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে ওই আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল। মেহেরপুর জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং সহকারী জাহিদ হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. তৌহিদ মোরশেদ আলম। এ সময় জেলা পরিষদের সদস্য নার্গিস সুলতানা, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, চেয়ারম্যানের গোপনীয় সহকারী শাহীন ইকবালসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।