মেহেরপুরে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনমূলক আলোচনাসভা

মেহেরপুর অফিস: ‘দক্ষ যুব গরবে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যুব উন্নয়নের আয়োজনে মেহেরপুর টিটিসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ওবায়দুল বাসার। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদ আকতার খানম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সিনিয়র প্রশিক্ষক মাহমুদা খাতুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশাদুরজামান ও মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন রাকিব উদ্দিন। জনসচেতনমূলক আলোচনা সভার অনুষ্ঠানে যুব উন্নয়নের ইলেকট্রিক্যাল এন্ড হাউজারিং প্রশিক্ষক আমিনুল ইসলাম সাগরের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৎস্য প্রশিক্ষণ কর্মকর্তা মতিউর রহমান। এ সময় মেহেরপুর জেলা যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।