মেহেরপুরে যাকাত দান অনুদান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

মেহেরপুর অফিস: মেহেরপুরে দারিদ্র অসহায় রোগীদের কল্যাণার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোগী কল্যাণ সমিতির যাকাত, দান, অনুদান সংগ্রহ কর্মসূচি ৫ মার্চ থেকে ১৯ মার্চ চলমান থাকবে। গতকাল বুধবার সকালে ১০টার দিকে মেহেরপুর রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে আয়োজনে জেনারেল হাসপাতাল-২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল প্রাঙ্গণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিসার উপ-পরিচালক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্ববধায়ক ডা. ফজলুর রহমান, জেনারেল হাসপাতাল আর এম ও ডা. সউদ কবীর, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মাহে জেবিন কেমি, প্রবেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মেহেরপুর সদর উপ-সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান, রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ডা. আব্দুস সালাম, রোগী কল্যাণ সমিতি আজীবন সদস্য সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, আসাদুজ্জামান সেলিম প্রমুখ। অনুষ্ঠানে জেলা সমাজসেবা (রেজি) অফিসার কাজী আবুল মনসুর, সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান।