মেহেরপুরে যক্ষ্মা নিরোধে মতবিনিময়সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মেহেরপুরের উদ্যোগে যক্ষ্মা নিরোধকল্পে জেলা পর্যায়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গত পরশু সোমবার বিকেলে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মেহেরপুরের ইমামদের সাথে এ মতবিনিময়েসভা অনুষ্ঠিত হয়। নাটাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহি উদ্দীন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন’র উপ-পরিচালক সিরাজুম মনির। ‘যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমামদের ভূমিকা’ শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময়সভায় মূল আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. উম্মে হোমায়রা আয়েশা। বক্তব্য রাখেন নাটাবের প্রতিনিধি জাহাঙ্গীর আলম। মতবিনিময়সভায় মেহেরপুরের বিভিন্ন মসজিদের ৩০জন ইমাম অংশগ্রহণ করেন।