মেহেরপুরে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকাসহ হেলমেট বিহীন গাড়ি চালানোর অভিযোগে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন করায় ৭টি মামলা দায়ের করা হয় এবং ২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা ও অধিক আরোহী বহন না করার ব্যাপারে সতর্ক করেন।