মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

মেহেরপুর অফিস: গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি ও গাজীপুরের সহযোদ্ধা ভাইদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার রাতে অক্সফোর্ড স্কুল প্রাঙ্গণ থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদের সভাপতিত্বে ও সদস্য ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ, আমির হামজা, সাহেব মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নাসিম রানা বাঁধন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল সাদ, আসিক রাব্বি, তাজমির ইসলাম, ইয়াসিন আহমেদ সিয়াম, আশিকুর রহমান শিশির, মারুফ, সাইমুম, আরমা খান, ঐশীসহ জেলার নেতৃবৃন্দ।
সমাবেশে মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকা- এবং ৮ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।