মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় মেহেরপুরে বাংলাদেশ বেতারের রেডিও স্টেশন চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এএসএম জাহীদ গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের আসেন এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে মেহেরপুরের সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে বাংলাদেশ বেতারের একটি পূর্ণাঙ্গ এফএম কেন্দ্র চালু করার জন্য সম্ভাব্যতা যাচাই করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে খুলনা আঞ্চলিক বার্তা সংস্থার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রকের দায়িত্বে নিয়োজিত মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা থেকে আগত বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামালসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করেন। এর আগে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এএসএম জাহীদ মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছুলে বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেন তাদের ফুলেল শুভেচ্ছা জানান।