মেহেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু : আহত ২

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা ও কাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)। কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। এসময় হাড়াভাঙ্গা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজীপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনেই মারা যান। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment