মেহেরপুরে দুবাই ফেরত এক প্রবাসীর করোনা পজিটিভ

গাংনী প্রতিনিধিধ মেহেরপুরের গাংনীতে দুবাই ফেরত হাফেজ আলী (৩৫) নামের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেস। হাফেজ আলী কাজিপুর মন্ডল পাড়ার বাসিন্দা। এছাড়া নওদা পাড়া জুলেখা‘র পুনরায় নমুনা নিয়ে পুন পরীক্ষঅর রিপোর্টে পজিটিভ এসেছে।

রো্ববার (১৪ জুন) বিকাল ৫ টায় এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম। তিনি জানান,হাফেজ আলী গত ৬ জুন দুবাই থেকে বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে তিনি হোমকোয়ারেন্টাইনে ছিলেন। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে করোনা পজেটিভ বলে নিশ্চিত করা হয়। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ জানান,হাফেজ আলীর বাড়ি লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য : গাংনী উপজেলায় এ পর্যন্ত ১৫জন করোনা আক্রান্ত ও সুস্থ হয়েছেন ৩জন।

 

Comments (0)
Add Comment