মেহেরপুরে তিনজন করোনা আক্রান্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে আরও তিনজন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৪৫ জন। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা একজন ও গাংনী উপজেলার বাসিন্দা দুজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১০ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে তিনজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৮৪৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭২০ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪০৪ জন, গাংনী উপজেলায় ২৩১ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। বাকি চিকিৎসাধীন ৪৫ জনের মধ্যে সদরে ২৯ জন, গাংনী উপজেলায় ১৪ জন ও মুজিবনগর উপজেলায় দুজনের রয়েছেন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।

Comments (0)
Add Comment