মেহেরপুর অফিস: মেহেরপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাহের শেখ (৪২) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর-কাথুলী সড়কের বেড়পাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের শেখ শহরের শেখপাড়ার মৃত শুকুর আলী শেখের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, শহরর বেড়পাড়ার একটি গলি থেকে ভ্যান নিয়ে আবু তাহের মেহেরপুর-কাথুলী সড়কে উঠছিলো। এ সময় বিপরীত দিক থেকে সবজি বোঝাই একটি ট্রাকের (ঢাকা-মেট্ট্রো ট- ১৮-২১০৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাহের শেখ মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পুলিশ ট্রাক ও চালকরুপি ও হেলপার শহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
এদিকে মেহেরপুর-কাথুলী রোডে ট্রাকের ধাক্কায় নিহত ভ্যানচালক তাহের আলী শেখের অসহায় পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে এলাকাবাসী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া গতকাল মঙ্গলবার বিকেলের দিকে শেখপাড়ার বেশকিছু মানুষ নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে থানার সামনে অবস্থান গ্রহণ করেন।