মেহেরপুরে চার ইটভাটায় এক লাখ ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৪টি ইটভাটা হতে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা কোমরপুর এলাকার ৪টি ইটভাটায় ওই অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ইটের মাপ কম থাকায় ৪জন ভাটা মালিকের নিকট থেকে ওই জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইটের মূল্য টাঙানো না থাকার কারণে এবং ইটের সঠিক মাপ না থাকায় মেসার্স মুন্না ব্রিকসের মালিকের নিকট থেকে দুটি ধারায় ১০ হাজার ও ৪০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেসার্স এম এম ব্রিকসের মালিকের নিকট থেকে ২০ হাজার টাকা, মেসার্স ডি এম বি কে ব্রিকসের মালিকের নিকট থেকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আর এস ব্রিকসের মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসব টাকা ৩৮ ও ৪৮ ধারায় আদায় করা হয়েছে।

 

Comments (0)
Add Comment