মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও নগদ ২০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী আবু সাঈদ কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এসা ইকবাল হোসেনের নেতৃত্বে এএসআই কহিতর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক মাদক ব্যবসায়ী আবু সাঈদ মেহেরপুর শহরের হালদারপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ।
এসআই ইকবাল হোসেন জানান, সদর থানার ওসি শাহ দারা খাঁনের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করি। পরে তার স্বীকারোক্তিতে নিজ বাসভবন থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক ব্যবসায়ী আবু সাঈদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আবু সাঈদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানাসহ বিভিন্ন জায়গায় 12 টি মামলা রয়েছে।