মেহেরপুর অফিস : মেহেরপুরে আরও পাঁচ জন করোনা পজেটিভ রোগি চিহ্নিত হয়েছে। নতুন আক্রান্ত পাঁচ জনের মধ্যে সদর উপজেলার চার জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন্ ।এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা ২৬ জন। গতকাল বুধবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন নতুন ১৯ টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে পাঁচ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলো নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৮৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৯৪৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। বর্তমানে আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলার ১৮ জন সদরে, গাংনীতে ৩ জন ও মুজিবনগরে পাঁচ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৯ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫২ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ৮৩৬ জন সুস্থ্য হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৭৫ জন, গাংনী উপজেলায ২৬৫ জন ও মুজিবনগর উপজেলায় ৯৬ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২০ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে সদর ও গাংনী উপজেলার নয় জন করে এবং মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।