মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক আব্দুল আলিম বিশ্বাস মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত। যার আইডি নাম্বার ৪১৯১১। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার খন্দকারপাড়ার এক ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসিম, মাহাতাবসহ ডিবি পুলিশের কয়কজন সদস্য।
ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর খন্দকারপাড়ায় ইয়াসিন আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আটক আব্দুল আলিম বিশ্বাস এই বাড়িতে ভাড়ায় থাকতেন। তিনি মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তিনি আরও জানান, আব্দুল আলিম বিশ্বাস এর আগেও নড়াইলে কারারক্ষীর দায়িত্ব পালন করার সময় দায়িত্বে অবহেলার কারণে ৭ মাস সাসপেন্ডও ছিলেন।