মেহেরপুর অফিস: মেহেরপুরে আরো ১০ জন নতুন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৫৯ জন। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা চারজন, গাংনী উপজেলার বাসিন্দা দুইজন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা চারজন রয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৮ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে ১০ জনের দেহে করোনা পজেটিভ হয় (দুইটি ফলোআপ পজেটিভ রয়েছে)। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ২৭১ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৮৫৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭২৩ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪০৫ জন, গাংনী উপজেলায় ২৩৩ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। বাকি চিকিৎসাধীন ৫৯ জনের মধ্যে সদরে ৩৬ জন, গাংনী উপজেলায় ১৬ জন ও মুজিবনগর উপজেলায় সাতজন রয়েছেন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬২ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, গাংনী উপজেলার ১৪ জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।