মেহেরপুর অফিস: গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন করে একজন করোনা আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত একজন মেহেরপুর গাংনী উপজেলার বাসিন্দা।এনিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪ জন। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ১১টি আরটিপিসিআর নমুনা পরীক্ষা শেষে একজন করোনা রোগী চিহ্নিত হয়। এনিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৩০৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ৬৯ করোনা রোগী চিহ্নিত হয়। বর্তমানে চিকিৎসাধীন ১০৪ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ৪৭ জন ও মুজিবনগর উপজেলায় ৩৪ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৮৪ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫৭ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১২ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত ৮৭০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৫শ’ জন, গাংনী উপজেলায় ২৭২ জন ও মুজিবনগর উপজেলায় ৯৮ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।