মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সদস্য এ কে এম খাইরুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু কর্মী সম্মেলন অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়নের বিএনপি নেতা দবির হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি এস এ খান শিল্টু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকশেদ আলী, বিএনপি নেতা নাসির উদ্দিন, ফরিদ উদ্দিন, ইলিয়াস হোসেন, ওমর ফারুক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সম্মেলনে ৮নং ওয়ার্ড নতুন কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মঞ্জু, ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক বাদল মিয়া নির্বাচিত হন।