মেহেরপুরের দরবেশপুরে জোড়া খুন মামলায় এক নারীর আত্মসমর্পণ

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের জোড়া খুন মামলায় মুক্তি খাতুন নামের এক মহিলা আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ শাহিন রেজা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুক্তি খাতুন নতুন দরবেশপুর গ্রামের ওয়াজ কুরুনীর স্ত্রী। দরবেশপুর গ্রামের জোড়া খুন মামলায়  মোট ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর রাতে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে রোকনুজ্জামান ও হাসানুজ্জামান নামের দুই ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়।

 

Comments (0)
Add Comment