মেহেরপুর অফিস ঃ টাইগারের বোতলে এনার্জি ড্রিংকস ভেবে তা পান করায় মৃত্যুর কাল হলো তাহসিনের। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে কোল্ডড্রিংস ভেবে বিষপান করায় তাহসিন নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত শিশু তাহসিন মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মিলপাড়ার শাহজামাল খান শামীমের শিশু পুত্র।
জানা গেছে, গেল শুক্রবার সকাল নয়টার দিকে তাহসিনের বাবা শাহজামাল খান শামীম একটি টাইগারের বোতলে এনার্জি ড্রিংকসের পরিবর্তে ঘাস মারার বিষ রেখে ছিলেন। সেটিই শিশু তাহসিনের মৃত্যুর জন্য কাল হয়ে দাঁড়াল। ওই বিষ মাঠে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে রাখার পর শিশুটি কোল্ড ড্রিংকস ভেবে সেটি পান করে। পরে বিষয়টি সবার নজরে আসলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোববার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু তাহসিনের মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী মন্তব্য করেছেন কি এমন বিষ সে পান করেছিল যে দেশের তিনটি স্বনামধন্য চিকিৎসালয় তার মৃত্যুকে থামাতে পারল না ?