মুনাফা অর্জন নয় লোকসান কমাতেই মিল কর্তৃপক্ষের নানামুখি কর্মসূচি গ্রহণ

লোকসানের বোঝা মাথায় নিয়ে কেরুজ চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মরসুমের যাত্রা শুরু

দর্শনা অফিস: ৮৫ বছর বয়সী কেরুজ চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মরসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এবারো অনেকটাই সাদা-মাটা পরিবেশে আলোচনাসভা ও দোয়া পরিচালনার মধ্যদিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু করা হয়। বিগত কয়েক মরসুমের মতোই গত মরসুমেও লোকসান গুনতে হয় চিনি কারখানায়। ফলে গত মরসুমের প্রায় ৬৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এ মরসুমে যাত্রা শুরু করলেও মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। বরং লোকসান কমানোর লক্ষ্য নিয়ে মিল কর্তৃপক্ষ নানামুখি কর্মসূচি গ্রহণ করেছেন। গত মরসুমের তুলনায় এবার মাত্র ৯ মাড়াই দিবস বেড়েছে। তাই এ মরসুমে মাড়াই দিবস নির্ধারণ করা হয়েছে ৫৩। আখের পরিমান তুলনামূলক বেড়েছে বহুগুন। যে কারণে ৫৩ দিনে ৬২ হাজার মেট্রিকটন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা বেধে দেয়া হয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কেরুজ চিনিকলের কেইন ক্যারিয়ার চত্তরে ২০২২-২৩ আখ মাড়াই মরসুমের উদ্বোধনীসভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর ও দর্শনা সার্কেল) মো. মুন্না বিশ্বাস, করপোরেশনের জিএম (সম্প্রসারণ) আহসান হাবীব, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন স্বাগত বক্তব্য দেন। মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়ার উপস্থাপনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চিনিকল থেকে সদ্য অবসর গ্রহণকারি মহাব্যবস্থাপক (প্রসাশন) শেখ শাহাব উদ্দিন, মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) ফিদাহ হাসান বাদশা, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (প্রসাশন) ইউসুফ আলী, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, আখচাষি নেতা আ. হান্নান, আ. বারী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। আলোচনা পর্বের শুরুতে কেরুজ চিনিকলের কর্তৃপক্ষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায়। পরে সর্বোচ্চ আখচাষি ভেড়ামারার ইসমাইল হোসেন ও সর্বোচ্চ আখ উৎপাদনকারী উথলীর শামীম হোসেনকে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের দেয়া লক্ষমাত্রা অনুযায়ী ২০২২-২৩ আখ মাড়াই মরসুমে কেরুজ চিনিকলে ৬২ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে চিনি উৎপাদন করতে হবে ৩৮৪০ মেট্রিকটন। আখ মাড়াইয়ের গড়হার প্রতি মাড়াই দিবসে ১১৫০ মেট্রিকটন এবং চিনি আহরণের গড়হার নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২০ শতাংশ। চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ৪২৩০ একর জমিতে আখ দন্ডায়মান রয়েছে। যার মধ্যে কেরুজ নিজস্ব জমির পরিমান ১০৫০ একর। বাকি ৩১৮০ একর কৃষকদের জমিতে আখ চাষ করা হয়েছে। আখের সঠিক পরিচর্চা, আধুনিক পদ্ধতিতে আখচাষ ও মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সার্বিক দেখভালের কারণে এবার আখের ফলন ভালো হয়েছে। যে কারণে ধারণা করা হচ্ছে আখ মাড়াইসহ চিনি উৎপাদনের লক্ষমাত্রা অর্জন হতে পারে।

Comments (0)
Add Comment