স্টাফ রিপোর্টার: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সন্ধ্যায় আনন্দবাস ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত টহলের সময় তাকে আটক করে বলে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানিয়েছেন। নাসির শেখ নামের এই ব্যক্তি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মপুর গ্রামের সাত্তার শেখের ছেলে।
তিনি পেশায় মৎস্যজীবী বলে পুলিশ জানিয়েছে। ওসি মেহেদী রাসেল জানান, আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। মঙ্গলবার তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হবে।
চুয়াডাঙ্গ-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান জানান, বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে সন্দেহজনক চলাফেরার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।
“অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।”
সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।