মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্যাম্পের পুলিশ এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ রাজু আহমেদ ও এমাজউদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল রোববার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে রাজু আহমেদ ও এমাজউদ্দীনকে গ্রেফতার করা হয়। রাজু আহমেদ মহাজনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এমাজ উদ্দিন পার্শ্ববর্তী পরাণপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কোমরপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মোস্তফা শওকতের নেতৃত্বে পুলিশ মহাজনপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মহাজনপুর গ্রামের রাজু আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় রাজু আহমেদ এবং এমাজ উদ্দীনকে। এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।