মুজিবনগর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির পরিকল্পনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার প্রবেশদ্বার উপজেলার কেদারগঞ্জ বাজারের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় গেটের পাশে পৃথিবীর মানচিত্র ও দৃষ্টি নন্দন পানির ঝর্ণা চালু করলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গনি।
গতরাতে (মঙ্গলবার) পৃথিবীর মানচিত্র ও দৃষ্টি নন্দন পানির ঝর্ণা চালুকালে সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দিন, মুজিবনগর অনন্যা পার্কের চেয়ারম্যান হাসানুজ্জামান লাল্টু, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি প্রমুখ।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি আরো বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি একজন রুচিশীল মনের মানুষ। তিনি মুজিবনগরকে নান্দনিকভাবে সাজাতে চান। এরই ধারাবাহিকতায় তার নির্দেশে আমি পৃথিবীর মানচিত্র ও দৃষ্টি নন্দন পানির ঝর্ণা চালু করেছি। মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারটি নিয়ে আরো পরিকল্পনা আছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির।