জীবননগর ব্যুরো: মাদক মামলায় আদালত হতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ ও অর্থদন্ডপ্রাপ্ত জীবননগর উপজেলার হরিহরনগরের উজ্জল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জীবননগর থানা পুলিশের একটি টিম হরিহরনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জল যশোরের ঝিকড়গাছা থানায় দায়েরকৃত মাদক মামলার আসামী। যশোর আদালত হতে তাকে সাজা প্রদান করা হয়।
জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আলী আহাম্মদ বিশ^াসের ছেলে উজ্জল হোসেন একজন মাদক ব্যবসায়ী। মাদকসহ সে যশোর জেলার ঝিকড়গাছা পুলিশের হাতে আটক হয়। তার বিরুদ্ধে দায়ের করা হয় মাদক মামলা। ওই মামলায় যশোর আদালত হতে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করে। এমামলার রায়ের পর উজ্জল পলাতক ছিলো। জীবননগর থানার সাব-ইন্সপেক্টর সিরাজুল আলম মঙ্গলবার রাত ২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকালই তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে।